কুমিল্লার দেবীদ্বারে গত সোমবার রাতে ‘দেবীদ্বার মেডিকেল সেন্টারে’ ভুল চিকিৎসায় উপজেলা যুবদলের সদস্য মো. ইউনুস সরকারের (৪২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক চিকিৎসক ও এক কর্মচারীকে আটক করা হয়েছে। খবর পেয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে যান। তিনি নানা অনিয়ম ও নোংরা পরিবেশের কারণে হাসপাতালটি সিলগালা করে দেন। একই সঙ্গে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য মো. ইউনুছ সরকারের পিত্তথলিতে পাথর ছিল। সোমবার...

